অন্যায়-অবিচার, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখবো ইনশাআল্লাহ। ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য আসবে এবং সূ-শিক্ষা অর্জন করবে। যে শিক্ষা মানুষ ও মানবতার কল্যাণে নিয়োজিত রাখতে পারে সে শিক্ষা দিয়ে মাদকের ছোঁবল থেকে কোমলমতি শিক্ষার্থীদেরকে রক্ষা করতে হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরকে সহযোগীতামূলক ভূমিকা পালন করতে হবে। তাহলে মাদক মুক্ত সমাজ ও রাজনৈতিক মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। গত ১১ ফেব্রæয়ারী রবিবার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার সুন্নিয়া সিনিয়র মাদরাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ আসনের এমপি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এসব কথা বলেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী আবুল বাশারের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা গোলাম মোস্তাফা ও প্রভাষক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল করিম ঠিকাদার। এসময় উপস্থিত ছিলেন ফকির বাজার স্কুল এন্ড কলেজের সভাপতি আবু জায়েদ মোঃ শামশেদ, দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম প্রমুখ।