সকল দলের মানুষের সমন্বয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নে কাজ করে যেতে চাই- এম এ জাহের এমপি

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলার এসএসসি ও দাখিল ৯৯ ব্যাচের ঈদ পুনমির্লনী ও বন্ধুত্বের ২৫ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত মিলন মেলায় কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মনপাড়া আসনের এমপি এম এ জাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলেন, আমি সকল দলের মানুষের সমন্বয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার উন্নয়নে কাজ করে যেতে চাই। ৯৯ ব্যাচের আয়োজিত ঈদ পুনমির্লনী ও বন্ধুত্বের ২৫ বছর উদযাপন অনুষ্ঠাণে উপস্থিত হতে পেরে অনেক ভালো লেগেছে। আমি চাই আপনাদের বন্ধুত্বের এই বন্ধন যেন অটুট থাকে। দিনব্যাপী বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসএসসি ও দাখিল ৯৯ ব্যাচের ঈদ পুনমির্লনী ও বন্ধুত্বের ২৫ বছর উদযাপন উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়েছে। ঈদ পুনমির্লনী বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ বশির আল হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কাজী খোরশেদ আলনের সঞ্চালনায় ঈদ পুনমির্লনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ জাহের এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাৃ, সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ ইসমাইল। ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, আশিকুর রহমান রাসেল, আল আমিন খান, মোঃ জসিম উদ্দিন ও মোঃ গিয়াস উদ্দিনের সহযোগীতায় ঈদ পুনমির্লনীতে বক্তব্য রাখে ডাঃ মেহেদী হাসান, ডাঃ গোলাম সারওয়ার সরকার, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব দিপু, এনামুল হক শান্ত, রমিজুল ইসলাম, সুজন,মাসুদ রানা, প্রভাষক মাহবুব আলম, মেঃ জাকির হোসেন, মোঃ কামাল হোসেন, লিটন রেজা মেম্বার, আঃ আলিম, রোকসানা আক্তার, হাছিনা আক্তার, জলি আক্তার প্রমুখ।

  • বুড়িচং