রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক আনোয়ারের পিতার দাফন সম্পন্ন

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক রূপসী বাংলার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মানিক মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। শুক্রবার ( ২ ফেব্রæয়ারি ) দুপুরে তার নিজ এলাকা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণ পাড়ায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মানিক মিয়ার দাফনের আগে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল ও শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার ফারুক কামালের নেতৃত্বে একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, তিনি বৃহস্পতিবার ( ১ ফেব্রæয়ারি ) সন্ধ্যা ৬ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিজিবি’র অবসরপ্রাপ্ত সুবেদার ছিলেন। সাংবাদিক আনোয়ারুল ইসলাম জানান, তার বাবা আবদুল মান্নান মানিক মিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তিনি শারীরিক নানা জটিলতা নিয়ে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মৃত্যুবরণ করেন।

  • ব্রাহ্মণপাড়া