রাজধানীর বেইলি রোডের অগ্নিকান্ডে ব্রাহ্মণপাড়ার মা-মেয়ের মৃত্যু

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের অগ্নিকান্ডের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার লুৎফুন নাহার লাকী ও নিকিতা নামের মা-মেয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের মরদেহ খুঁজে পান স্বজনরা। নিহতরা উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকার গোলাম মহিউদ্দিনের স্ত্রী ও মেয়ে। নিহত লুৎফুন নাহার লাকী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষক ছিলেন। স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লুৎফুন নাহার লাকী বাসা থেকে দাঁতের চিকিৎসক দেখাতে বের হোন। পরে চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পথে তার স্বামী গোলাম মহিউদ্দিনের পরামর্শে তার মেয়ে নিকিতাসহ কাচ্চি খেতে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের একটি অভিজাত রেস্তোরাঁয় যান। পরে রাত প্রায় দশটার দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের দ্বিতীয় তলার ‘কাচ্চি ভাই’ নামের একটি অভিজাত রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। এ সময় ওই ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় লাগা অগ্নিকান্ডের ঘটনায় লুৎফুন নাহার লাকীসহ তার মেয়ে নিকিতা মারা যান। তাদের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতরা সপরিবারে ঢাকায় বসবাস করতেন।

  • ব্রাহ্মণপাড়া