‘যুক্তরাষ্ট্রে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি’র আত্ম প্রকাশ’ ‘হাবিব খান চৌধুরী সভাপতি’ ‘বায়েজিদ রহমান সাধারণ সম্পাদক’

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে “ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি“ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত ৪ ফেব্রæয়ারী (রোববার) সন্ধ্যায় নিউইয়র্ক শহরের ব্রংস্ক এলাকায় নিরব রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সংগঠনটি গঠন করা হয়। মতবিনিময় সভায় প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪ নং শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। অনুষ্ঠানে শাহআলম বিএসসি ও হাবিব খান চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল হাশেম, দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, আবদুল লতিফ, শহীদ নূর, আব্দুল্লাহ আল মামুন।এসময় তারা “ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি“ গঠনের প্রয়োজনীতা অনুভব করে একমত পোষন করেন। এছাড়া সভার সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান সকলের সম্মতিক্রমে দুই বছরের জন্য “ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি“ নামের এ কমিটির অনুমোদন দেন। এতে অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রধান পৃষ্ঠপোষক ও মোশাররফ হোসেন খান চৌধুরীকে প্রধান উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন জসিম, শশীদল ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শাহ আলম বিএসসি, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আবুল হাশেম ম্যানেজার, কমিউনিটি ব্যাক্তিত্ব আবুল খায়ের আখন্দ, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, কাজী আসাদুল্লাহ, জয়নাল আবেদীন মাস্টার, শেখ মাহমুদুল হক, আবদুল লতিফ, কাউসার মোস্তফা মিয়াজি, মো. শহীদ নূর, মো. শামসুল হক, ইউনুস খান, হারুন অর রশিদ খান কে উপদেষ্টা করা হয়। এছাড়া এ কমিটিতে হাবিব খান চৌধুরীকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সরকার, সহ-সভাপতি সোলাইমান খান, দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জামাল হোসেন, শ্রী বিশ্বনাথ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার বেবি, মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, জুয়েল সরকার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ আখন্দ, প্রচার সম্পাদক মো. হেলান উদ্দিন, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হাশেম, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী মাহিনুর বেগম, তথ্য বিষয়ক সম্পাদক এমরান সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেলিম মোল্লা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে হাবিবুর রহমান সরকারকে রাখা হয়। এছাড়া আব্দুল আলীম মাস্টার, রাকিবুল হাসান, মো. রায়হান উদ্দিন, গাজী সুলতান আহমেদ, নাদির সরকার, রাব্বি আলম, শামসুল হক, গাজী ফরিদ উদ্দিন, মো. রাতুল, আনোয়ার ইব্রাহীম, মেহেদী হাসান, আব্দুল ওহাব, আব্দুল মতিন সহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত আরও অনেক কে কার্যনির্বাহী সদস্য করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা করেন মো. সেলিম মোল্লা।পরে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এর সমাপ্তি হয়। মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত ব্রাহ্মণপাড়া উপজেলার কমিউনিটি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া