ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চিনি পাচারকালে ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ চিনিসহ গ্রেপ্তার-২

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ চিনি পাচারকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিপুল পরিমাণ চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই রবিউল আউয়াল তালুকদার সঙ্গীয় ফোর্স শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের নন্দীপাড়া রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে একটি সাদা রংয়ের মাহিন্দ্র পিক-আপকে দাড়ানোর সংকেত দিলে গাড়িতে থাকা ২ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদেরকে ফোর্সের সহায়তায় আটক করে। এসময় পিক-আপ তল্লাশী করলে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ বৈধ কাগজপত্র না থাকায় পিক-আপসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকৃতরা হলো- বাঙ্গরা বাজার থানার মৃত আরব আলীর ছেলের মোস্তফা গাজী (৩৭) ও মন্দভাগ মৃত আব্দুল মুনাফের ছেলে জাকির (৪৪)। শনিবার সকালে আটককৃতদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া