ব্রাহ্মণপাড়া থানা কমপ্লেক্সের পতিত জমিতে সবজি চাষ

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

‘দেশের এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর দেওয়া এই নির্দেশনা মেনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আঙিনা ও পতিত জমিতে সবজি চাষ করেছেন থানা কর্তৃপক্ষ। কমপ্লেক্সের ভবনের আঙিনা, আশপাশের পতিত জমি এই সবজি চাষের আওতায় আনা হয়েছে। এতে সবুজের সমারোহে ওই থানার সৌন্দর্যে নতুন এক মাত্রা যোগ হয়েছে। থানাপুলিশ নিজেরাই এসব সবজির পরিচর্যা করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া থানার সামনের আঙিনা ও পতিত জমিতে শীতকালীন নানারকম সবজি চাষ করেছেন থানা কর্তৃপক্ষ। এসব সবজির পরিচর্যার কাজ করছেন নিজেরাই। এসব সবজির সবুজ রংয়ে থানা কমপ্লেক্স যেন আরও মনোরম হয়ে উঠেছে। আবাদকৃত এসব সবজির মধ্যে রয়েছে, টমেটো, কাঁচামরিচ, ডাটা, ক্যাপসিকাম, বেগুন, শিম, মিষ্টি কুমড়া ও পেঁপে। এরইমধ্যে কিছু কিছু সবজিতে ফলন দেখা দিয়েছে। থানার এক উপপরিদর্শক বলেন, আমরা দাপ্তরিক কাজের পাশাপাশি সম্মিলিতভাবে এসব সবজির পরিচর্যা করি। সবজি গাছ যতই বড় হয়ে উঠছে থানার পরিবেশটাও ততই সুন্দর হয়ে উঠছে। এসব সবজির পরিচর্যা করতে আমাদের ভালোই লাগে। ওসি স্যারের নির্দেশেই আমরা থানা কমপ্লেক্সের আঙিনা ও পতিত জমিতে এসব সবজি আবাদ করেছি। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আমিনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থানা প্রাঙ্গনের পতিত জমি ও আঙিনায় শীতকালীন নানা ধরনের শাকসবজি আবাদ করা হয়েছে। চাষকৃত এসব সবজি আমরা নিজেরাই পরিচর্যা করি। এই উপজেলার সকলের প্রতি অনুরোধ, নিজের খালি জায়গা থাকলে কাজের ফাঁকে শীতকালীন শাকসবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারের উপর চাপ কমান। এতে করে এ অঞ্চল শাকসবজিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে, সবজি বাজারের উর্ধ্বগতিও নিয়ন্ত্রণে আসবে।

  • ব্রাহ্মণপাড়া