ব্রাহ্মণপাড়ায় বিএসএ স্কুল ও কলেজ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে এগিয়ে যেতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে রাষ্ট্র পরিচালনা করবে। সেজন্য দরকার মেধাবিকাশ। সে লক্ষ্যকে কেন্দ্র করে পবিত্র ঈদুল আযহা এর পরদিন মঙ্গলবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন “ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন- বিএসএ” কর্তৃক আয়োজিত হয় “বিএসএ স্কুল ও কলেজ মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪”। পুরো উপজেলার ৩৩ টি স্কুল ও ১১ টি কলেজ মিলিয়ে প্রায় ৩ হাজার ৫ শত জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত ১২০ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও ২৮ জনকে আকর্ষণীয় প্রাইজমানি দেওয়ার মাধ্যমে বিএসএ টিম ব্রাহ্মণপাড়ায় এক অনন্য দৃষ্টান্ত তৈরী করেছে। বিএসএ এর সদর ইউনিয়ন এর এক্সিকিউটিব মেম্বার বখতিয়ার হামিম ও নুসরাত জাহান তাবাসসুম এর যৌথ পরিচলনায় এবং বিএসএ এর কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাহী জামান সরকার এর সভাপতিত্বে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিএসএ কর্তৃক আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের (বিএসএ এর প্রধান পৃষ্ঠপোষক) ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। তিনি সার্বক্ষণিক ফোনে গ্রোগ্রামের খোঁজ খবর নিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএ’র প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তৈয়ব অপি, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএসএ’র প্রধান উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরিফ। উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন (কার্যকরী উপদেষ্টা-বিএসএ)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ওশান হাই স্কুল এর প্রধান শিক্ষক হুমায়ন কবির, টাইটেল স্পন্সর শাকির আইটির চেয়ারম্যান হাজী শহীদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেম মিশন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী সদস্য মোঃ শফিউল আলম, বিএসএ এর স্বপ্নদ্রষ্টা আক্তারুজ্জামান রনি, বিএসএ এর মালাপাড়া ইউনিয়নের সাবেক এসইএম মতিউর রহমান রুবেল, শিদলাই ইউনিয়ন এর সাবেক দুই এসইএম এসএম সাইফুল ইসলাম ও মাহমুদুল হক রিমন। বিএসএ’র সাবেক সিইএম মোস্তাফিজুর রহমান আমান, বিএসএ সদর ইউনিয়নের সাবেক এসইএম সোহেল রান্না বাপ্পি ও এ.এইচ.এম সাকিব, সদর ইউনিয়ন এর ইএম আরিফুল ইসলাম সুমন। বিএসএ চান্দলা ইউনিয়নের সাবেক এসইএম উম্মে হাফসা খানম, সদর ইউনিয়ন এর সাবেক ইএম হাবিবুর রহমান ইফতি ও শামিম বিন হাড়ুন ভূইয়া এবং বিএসএ চান্দলা ইউনিয়নের সাবেক এসইএম জাহিদুল ইসলাম নিহাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএ’র সাবেক সিইএম মো: সাফায়েত হক। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন মাহমুদুল ইসলাম নয়ন ও সাইফুল ইসলাম। বিএসএ এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মেধাবী শিক্ষার্থী বিএসএ সদর ইউনিয়নের এসইএম সাঈদ রাজু। বিএসএ মেধাবৃত্তি নিয়ে কথা বলেন বিএসএ মেধাবৃত্তির স্বপ্নদ্রষ্টা বিএসএ এর সাবেক প্রধান নির্বাহী মেহেদী হাসান। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন শাকির আইটি লিমিটেড। কো-স্পন্সর হিসেবে ছিলেন সরকার এয়ার ট্রাভেলস ও সরকার প্রিন্টিং প্রেস, মল্লিকা গ্রæপ এবং মিডিয়া পার্টনার ছিলেন আরটিভি, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক রুপসী বাংলা, ইবহমধষ এধুবঃঃব, এবং ফুড পার্টনার ছিলেন টেস্টিফুড এন্ড রেস্টুরেন্ট। এসময় বিএসএ এর সাবেক ও বর্তমান সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া