ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

প্রাণিসম্পদে ভরবে দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যেগে প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স,ম, আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডাক্তার ইজমাল হাসান। উপজেলা প্রাণিসম্পসারন কমকর্তা ডাক্তার জোহরা খাতুন এর পরিচালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় অফিসার মাইনুদ্দিন হাসান, আনসার বিডিবির কমকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংবাদিক মোঃ রেজাউল হক শাকিল, সাংবাদিক সাইফুল ইসলাম ভ‚ঁইয়া, সাংবাদিক মোঃ সোহেল ইসলাম, সফল খামির এনামুল হক সুমন ও মহিলা খামারি হালিমা আক্তার প্রমূখ। প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩৮ ষ্টল অংশগ্রহণ করেন। পরে সকল খামারিদের পুরস্কার বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া