“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদুল হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী ও পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, হাত ধোয়া শুধু একটি স্বাস্থ্যকর অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। শিশুদের স্কুল পর্যায় থেকেই নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর, ও ময়লা স্পর্শের পর পরিষ্কার পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাসসহ নানা সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।