ব্রাহ্মণপাড়ায় ছড়ানো হচ্ছে রাসেল ভাইপার সাপের ভুয়া তথ্য ও আতঙ্ক

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে বিষধর সাপ চন্দ্র ভোড়া বা রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নেট দুনিয়ায় আলোচনার ঝড় উঠেছে। পাশাপাশি এই সাপের বিষক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা বলাকিয়ার পুকুর পাড় থেকে রাসেল ভাইপার সাপ মারা হয়েছে- এরকম একাধিক ভুয়া পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার বিভিন্ন ফেসবুক গ্রæপসহ একাধিক ফেসবুক আইডি থেকে এই পোস্ট দেওয়া হয়। ছবিসহ ওইসব পোস্টে উল্লেখ করা হয়, ‘কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ার চান্দলা বলাকিয়া গ্রামের পুকুর পাড় থেকে সাপটিকে মারা হয়েছে।’ পৃথক পৃথক ওইসব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে ঐ এলাকাসহ পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে ওই এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে রাসেল ভাইপার সাপ মারার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফেসবুকে পোস্ট দেওয়া ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়েও কোনো রিপ্লাই পাওয়া যায়নি। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম বলেন, উপজেলার যে গ্রামে ঘটনাটির তথ্য ভেসে বেড়াচ্ছে সে এলাকার অনেককে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। অধিকাংশ লোক শোনা কথা’র উপর ভর করে কথা ছড়াচ্ছেন। এ নিয়ে কোন চাক্ষুষ সত্য তথ্য হাতে আসেনি। তবুও আতঙ্কিত না হয়ে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করি আর অবশ্যই গুজব না ছড়াই গুজবে কান না দেই।

  • ব্রাহ্মণপাড়া