ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার। তিনি রোববার (১৪ মে ) দুপুরে হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক পরিদর্শন করেন। সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার হাসপাতালের অপারেশন থিয়েটার, ওষুধ ঘর, প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থান ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রুগীদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান সম্পর্কে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক পরিদর্শন শেষে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারিদের সাথেও মতবিনিময় করেন। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডা. মনিরুল ইসলাম, সার্জারি কনসালট্যান্ট ডা. আবু বকর সিদ্দিক ফয়সাল, ইউনানি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. অরুপ সিংহ, ডা. ইয়ামিন ইসলাম তুহিন, ডা. শারমিন সুলতানা, ডা. তাসনোভা আজিজ নোভা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ, আবুল হোসেন রকিব, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, রাজিয়া সুলতানা, মধুমিতা পাল, কোহিনূর আক্তার, তাহমিনা খানম, মিডওয়াইফ হালিমা বেগম, উম্মে কুলসুম, জান্নাতুল ফেরদৌস, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, সহকারী ইফতেখার আলম হিমেল প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া