কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী গোপালনগর আদর্শ কলেজের আয়োজনে কলেজের মাঠ প্রাঙ্গনে ৯টি বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল এর সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ আলী এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে পরিচালনায় আহ্বায়ক ছিলেন মোঃ মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মাজহারুল হাসান, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক মোঃ সাব্বির জাহান সরকার, প্রভাষক সুবর্না ইয়াসমিন, প্রভাষক মনিরা শারমিন, প্রভাষক জাহিদ এহসান জিসান, প্রভাষক নয়ন হোসেন, প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন ফকির, প্রভাষক শরীফ মোহাম্মদ আবদুল্লাহ, প্রভাষক শিউলি রানী দাস, প্রভাষক মোঃ আজিমুদ্দিন, প্রভাষক শওকত হোসেন, প্রভাষক নাজনীন আক্তার, প্রভাষক ফারজানা আক্তার পাখি, সাংবাদিক মোঃ সোহেল ইসলামসহ কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে খাবারের আয়োজন করা হয়।