ব্রাহ্মণপাড়ায় ডেইরি খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষে পিজি সদস্যদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ৫টি ডেইরি খামারী প্রায় ১৫০ জন সদস্যদের মাঝে ডেইরি ফিড ২৫ কেজি, কাক স্টারটার ১০ কেজি, টিআরপি ১০ কেজি, প্রিমিক্স ১ কেজি ও ডিসিপি ৪ কেজিসহ ৫০ কেজি গো-খাদ্য বিতরণ করা হয়। প্রাণিসম্পদ দপ্তরের মাঠ সহকারি মোঃ আবু কাউছার এর পরিচালনায় গো-খাদ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। এসময় প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডাঃ জোহরা খাতুন, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু তাহের, মাঠ সহকারি লুৎফারুল হক, এলএসপি মোঃ সুমন, নুর আলম, মোজাম্মেল হকসহ প্রাণিসম্পদ দপ্তরের সদস্য ও খামারীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান বলেন, খামারীদের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষে আধুনিকভাবে কম খরচে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করার জন্য এসব গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া