বুড়িচংয়ে হোন্ডা মেকানিক্সের নির্যাতনের শিকার শিশু রাকিব

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

দেশের আইন অনুযায়ী শিশু শ্রম নিষেধ থাকলেও বুড়িচং উপজেলার জামাল হোন্ডা গ্যারেজের মালিক তথা হোন্ডা মেকানিক্স জামাল হোসেন তা কখনো আমলে নেয়নি। তার গ্যারেজে সব সময় শিশু শ্রমিক দেখতে পাওয়া যায় এবং সে শিশু শ্রমিকদের উপর নির্যাতন করতো। এক সময় কুমিল্লা ধর্মপুর রোডের মিলন হোন্ডা গ্যারেজের পেটে ভাতের কর্মচারী হিসেবে কাজ করতো জামাল হোসেন। পরবর্তীতে বুড়িচং বাজারে নিজের নামে হোন্ডা মেরামতের দোকান দেয়। তারপর আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। গত ২৫ এপ্রিল রাকিব নামের একজন শিশু শ্রমিককে নির্যাতন করে সে। এই নিয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। সূত্রে জানা যায়, কুমিল্লা বুড়িচং উপজেলা দক্ষিণ বাজারে জামাল হোন্ডা গ্যারেজে জগতপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে রাকিব (১৪) নামের শিশুকে নির্যাতনের করেছে। রাকিবের মা ফেরদৌসী বেগম বলেন, গত ২৫ এপ্রিল রাকিব সকালে হোন্ডা গ্যারেজে যেতে দেরি হওয়ায় তাকে ব্যাপক মারধর করেছে এবং নির্যাতন করেছে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য বুড়িচং হসপিটালে ভর্তি করা হয়েছে। তিনি আরোও বলেন গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে আমার ছেলেকে তার মালিকাধীন অন্য দোকান থেকে মোটরসাইকেলের ক্যাবল আনার জন্য পাঠায় । আমার ছেলে তার পুরাতন দোকানে গিয়ে মোটরসাইকেলের ক্যাবল না পাওয়ায় । সে আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়ে দোকানের ভিতর নিয়ে তার দিয়ে এলোপাথারি পিটিয়ে পুরো শরিরের মারাত্মক আহত করেছে। আমার ছেলে চিৎকার শুরু করলে তার দোকান হইতে একটি লোহার রড দিয়ে বাম হাতের কনুইর উপর আঘাত করে। জামালের নির্যাতনের ফলে রাকিব জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে পাশের দোকানের লোকজন আমার ছেলেকে উদ্ধার করে বুড়িচং সরকারী হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে বুড়িচং সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে । বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, শিশুটির মা থানয় অভিযোগ করেছেন। এস আই নুরুল ইসলাম কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জামাল মটরস এর মালিক জামাল হোসেন বলেন রাকিব ও সফিক আমার দোকানের কর্মচারী। এরা দুজন ঝগড়া লাগার কারণে আমি তাদের কয়েকটি বেত্রাঘাত করেছি ।

  • বুড়িচং