বুড়িচংয়ে সম্পত্তির বিরোধের জের ধরে হামলায় আহত ৩ জন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর গ্রামে সম্পত্তির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। এই ব্যাপারে গত ১৬ মার্চ মোঃ আবুল কালাম বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। এতে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। মামলা সূত্রে জানা যায়,বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের আলী আকবর চেয়ারম্যান বাড়ীর মোঃ আবুল কালামের স্ত্রী মোসাঃ জোসনা বেগম (৪৫) একই উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর গ্রামে জমির ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। একই গ্রামের মৃত আবদুল মালেক ভুঁইয়ার ছেলে মোঃ খোরশেদ আলম ভুইয়া (৪৫), কাইয়ুম ভুইয়া (৩৫), মোঃ রুবেল ভুইয়া (২৫), মনির হোসেন ভুইয়া (৩২), খোরশেদ আলম ভুইয়ার ছেলে মোঃ শাকিল ভুইয়া (২৩) এবং আব্দুল মুনাফ ভুইয়ার ছেলে মোঃ দুলাল (৩৮) জমিটি জোরপূর্বক দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে ও হুমকি ধমকি প্রদান করছে। গত ১৫ মার্চ সকাল ১১টায় আবুল কালাম ও তার স্ত্রী জোসনা বেগম এবং ছেলে মোঃ সজিবসহ জমির সীমানা নির্ধারণ করার জন্য মাপঝোপ করতে গেলে খোরশেদ আলম তার দলবল নিয়ে আবুল কালাম ও স্ত্রী এবং সন্তানসহ অন্যান্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে মোঃ সজিব (২০), মোসাঃ জোসনা বেগম (৪৫), মোঃ রাজু (২৮) আহত হয়। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা চলে গেলে তাদেরকে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে ভর্তি করা হয়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার জানান, অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • বুড়িচং