বুড়িচংয়ে রংধনুর উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

গত ২১ ফেব্রæয়ারী বুধবার বিকালে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জগতপুর আল- জামি’আহ আস-সালাফিয়্যাহ মিলনায়তনে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংধনু সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাজী মোঃ খোরশেদ আলম, সাদকপুর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম। বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, জগতপুর এডিএইচ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন, রংধনুর সাহিত্য সম্পাদক কবি সাইদুল ইসলাম সুমন, জগতপুর আল- জামি’আহ আস-সালাফিয়্যাহ’র অধ্যক্ষ আজিজুল বিন আবদুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আসাদুজ্জামান, হরিপুর সুফিয়া ইসলামি কমপ্লেক্স ও এতিমখানার সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শারমিন আক্তার, নাজিফা নাওশিন (তাফিমা)। সংগীত পরিবেশন করেন মোঃ হাবিবুল্লাহ, মোঃ মাঈনুল ও আবু কাউছার মাহমুদ।

  • বুড়িচং