বুড়িচংয়ে ট্রেন থেকে আড়াই কোটি টাকার মূল্যের আতশবাজি ও স্ক্রিনশাইন ক্রীম উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের ট্রেন থেকে ৪৬ বস্তা ভারতীয় আতশবাজী- স্ক্রিনশাইন ক্রীম জব্দ করা হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার জানান,(২৯ এপ্রিল)সোমবার দুপর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর রেলস্টেশন অভিযান পরিচালনা করে কর্ণফুলী ট্রেন (ক-ঙ) বগি থেকে ৩৪ বস্তা আতশবাজী, ৮ বস্তা ভারতীয় স্ক্রিনশাইন ত্বক ফর্সাকারী ক্রীম ও নাসিরাবাদ ট্রেন থেকে ৪ বস্তা উদ্ধার করা হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর নেতৃত্বে অভিযোগ পরিচালনা সময় সাথে ছিলেন শংকুচাইল বিওপি ক্যাম্প নায়েব সুবেদার ফারুক কামাল সহ বিজিবির ৯ সদস্য। ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক কামাল জানান, ২ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার টাকার মালামাল ট্রেন থেকে জব্দ করা হয়েছে। এছাড়াও বিশ্বস্ত সূত্রে জানা যায়, কুমিল্লা-বুড়িচং ব্রাহ্মণপাড়া সীমান্ত পথে দেদারসে ভারতীয় পণ্য প্রবেশ করছে। রাত গভীর হলে রাস্তাঘাট নির্জন ফাঁকা হওয়ার পরে সীমান্তের চোরাই পয়েণ্টগুলো দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ শুরু হয়।রাতে এসব পণ্য সীমান্ত সংলগ্ন নির্জন রাস্তায় ট্রেন ট্রাক বা পিকআপ বা মাইক্রো ভরে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছে। সীমান্তে পণ্য সরবরাহে আগত বিভিন্ন কোম্পানীর ডেলিভারী ভ্যানে, রোগীবাহি অ্যাম্বুলেন্স ভরে এসব পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্র জানায়। ক্রেতারা সস্তা ও চাকচিক্যময় ভারতীয় পণ্যের প্রতি বেশী আগ্রহী। ফলে অবিক্রিত হয়ে পড়ছে দেশীয় পণ্য। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। স্থানীয়রা জানায়,এই ভাবে যদি প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করেন তাহলে অবৈধ পণ্য প্রবেশ বন্ধ হয়ে যাবে।

  • বুড়িচং