বুড়িচংয়ে জোরপূর্বক ভূমি দখল করতে গিয়ে ৩ জন গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

কুমিল্লা বুড়িচং উপজেলার ভরাসার বাজারে জোরপূর্বক ভূমি দখল করে ঘর নির্মান করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বুড়িচং থানা পুলিশের একটি দল তাদেরকে ভরাসার বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ভরাসার গ্রামে মোঃ সাগর, আবদুল কাদির, জাকির হোসেন। জানা যায়, এ জায়গাটি নিয়ে আগেও উক্ত আসামীরা মোঃ নাজমুলকে কুপিয়ে আহত করে, এ ঘটনায় নাজমুলের বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে সাথে সাথে এ জায়গায় পাকাঘর স্থাপন করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে ১২ আগস্ট দখলদারদের বিরুদ্ধে আরেকটি মামলা করে ভুক্তভোগি। দুই মামলায় দুপুরে বুড়িচং থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, তাদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছে। এ আসামীদের বিরুদ্ধে আগেও হত্যার চেষ্টা মামলা হয়েছে। আবার একটি মামলা হয়েছে। তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

  • বুড়িচং