বঙ্গবন্ধুর সোনার বাংলায় শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই…এড. আবুল হাসেম খান এমপি

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

মোঃ বাছির উদ্দিনঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলায় শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ইভটিজিং, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক থেকে দূরে রাখে। খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। রবিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সিদলাই মাঠ আজকে ইতিহাসের সাক্ষী হলো। এরকম সুন্দর ও মনোরম পরিবেশে খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে। এরকম প্রত্যন্ত অঞ্চল থেকেই ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলবে। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিদলাই খেলার মাঠে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (আলাউল) আকবর। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ফরিদ উদ্দিন, আতিকুর রহমান রিয়াদ, ওমর ফারুক, মনির হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ও মমিনুল হক ভূইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

  • ব্রাহ্মণপাড়া