“প্রতীক বরাদ্ধ কাল” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে ৯, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্ধীতা করছেন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৪টি উপজেলায় আগামী ২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের এই চারটি উপজেলার মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা রয়েছে। দুই উপজেলায় ৩টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ২৪ জন। গত ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দুই উপজেলায় ২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিল। গত ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বুড়িচং উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হলে দুই উপজেলায় বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৩ জন। পরবর্তীতে গত ৯ মে বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানীর মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাহমিনা হক পলি আপিলের মাধ্যমে তার প্রার্থীতা ফিরে পেলে দুই উপজেলার বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৪ জন। আজ ১২ মে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল ১৩ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে। প্রতীক বরাদ্ধের পর থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বুড়িচং উপজেলায় ৩টি পদে ৯ জন প্রার্থী গণসংযোগ করে বেড়াচ্ছেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩টি পদে ১৫ জন প্রার্থী মাঠে ময়দানে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। বুড়িচং উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীসহ ৯জন চেয়ারম্যান প্রার্থী নেতা কর্মীদের নিয়ে দিন রাত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থণা করছেন। বুড়িচং উপজেলার ৪জন চেয়ারম্যান প্রার্থী হলো সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আখলাক হায়দার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম, জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ জন চেয়ারম্যান প্রার্থীরা হলো- ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী জসিম উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর দ্বিতীয় ছেলে এবং নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর ভাতিজা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন এবং আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার সোহরাব খান চৌধূরী। বুড়িচং উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ননদ-ভাবী ২জন এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৫জন প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। বুড়িচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ননদ পান্না আক্তারের প্রতিদ্বন্ধী হিসেবে ভোটের মাঠে নেমেছেন ভাবী সাবেক জেলা পরিষদ মেম্বার অধ্যাপক লাভলী আক্তার। ননদ-ভাবীর ভোটের লড়াইয়ে কে বিজয় ছিনিয়ে নিতে পারে সেই বিষয় নিয়ে বুড়িচং উপজেলার সর্বত্র চলছে আলাপ আলোচনা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা ৩জন প্রার্থীর মধ্যে রয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, মোসাঃ শামীমা আক্তার চৌধূরী ও জাহান আরা বেগম। বুড়িচং উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জনসহ দুই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বুড়িচং উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীরা হলো- বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, জগতপুর গ্রামের মেজবাউল হক খান চৌধুরী, ইঞ্জিনিয়ার আলাউদ্দীন আল আজাদ। ব্রাহ্মণপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন হলো- নাজমুল হাসান শরীফ, মোহাম্মদ আক্রামুল ইসলাম, মাসুক সরকার, সৈয়দ মেহেদী হাসান, মোঃ আবু মুসা, মোঃ আলী আশ্রাফ এবং গোলাম কিবরিয়া অপু।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া