পিছিয়ে পড়া বুড়িচং ব্রাহ্মণপাড়াকে শহরে পরিনত করা হবে —ব্যারিস্ট্রার মামুন

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্ট্রার আবদুল্লাহ আল মামুন বলেছেন, পিছিয়ে পড়া কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়াকে আধুনিকায়ন করে শহরে রূপান্তর করা হবে। এই দুই উপজেলায় শিক্ষা, কৃষি, শিল্প, কর্মসংস্থানের ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলায় যুব সমাজকে যুগোপযোগী করে গড়ে তুলতে একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার মানোন্নয়ন করা হবে। যুব সমাজ এগিয়ে গেলে বুড়িচং ব্রাহ্মণপাড়া এগিয়ে যাবে। বুড়িচং ব্রাহ্মণপাড়া এগিয়ে গেলে কুমিল্লা জেলা এবং দেশ এগিয়ে যাবে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় জনসাধারণের সঙ্গে কুশল ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্ট্রার মামুন আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে দল যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় আর আমি যদি সংসদে দাড়িয়ে কথা বলার সুযোগ হয় তাহলে আমার প্রতিটি লক্ষ্য, উদ্দেশ্য এবং কথা-ই হবে দুই উপজেলার মানুষের কল্যাণে। আমি সংসদে দাঁড়িয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের জীবনমান উন্নয়নের কথা বলবো। তাদের দুঃখ, কষ্ট ও সমস্যা তোলে ধরবো।
এর আগে ব্যারিস্ট্রার আবদুল্লাহ আল মামুন তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে শশীদল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দিনব্যাপী গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. মফিজুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সাধারন সম্পাদক জয়নাল হোসেন হাজারী, যুবদল নেতা গাজী ইস্রাফিল ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রদল নেতা আল আমিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • ব্রাহ্মণপাড়া