চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন ডাঃ আবু সাইম আনসারী

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার কৃতিসন্তান প্রভাষক ডাক্তার আবু সাইম আনসারী হোমিওপ্যাথিক চিকিৎসায় অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্বারক পেলেন। গত মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সাইন্টিফিক সেমিনার থেকে এ সম্মাননা স্বারক গ্রহন করেন।উপমহাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক, জীবন্ত কিংবদন্তি, বর্তমান যুগের হ্যানিম্যান, গোল্ড মেডেলিস্ট, সল্টলেক হোমিওপ্যাথিক সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডা রবিন বর্মন এর হাত থেকে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ করেন ডাক্তার আবু সাইম আনসারী।ডাক্তার অবু সাইম আনসারী কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের কৃতিসন্তান। তিনি বর্তমানে নাঙ্গলকোট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক। তিনি ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন জেলা সাংগঠনিক সম্পাদক। এছাড়াও বিভিন্ন সমাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত এবং চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।ডাক্তার আবু সাইম আনসারী বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। আদর্শ ডাক্তাররা চিকিৎসার মৌলিক অধিকার পূরণে মানব সমাজে প্রধান ভূমিকা পালন করে এবং তাদের হাত ধরেই মানবতা যুগ যুগ ধরে বেঁচে থাকে।আমিও সেবার মাধ্যমে মানুষের বেঁচে থাকতে চাই। তাই সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি। এই সম্মাননা আমাকে আরো গতিশীল করবে এবং এমন সম্মাননা পেয়ে আমার জীবন সার্থক ও অত্যন্ত ধন্য মনে করছি।

  • বুড়িচং