কুমিল্লায় মেলায় যাওয়ার টাকা না পেয়ে আত্মহত্যা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লার চান্দিনায় বৈশাখী মেলায় যাওয়ার জন্য পিতার কাছে টাকা চেয়ে, না পেয়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে অন্তর চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোর। সে উপজেলার মহিচাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাতাবাড়ীয়া গ্রামের কাঠ মিস্ত্রী পিতা দুলাল চন্দ্র সরকার ছেলে। ২ ভাই, ১ বোনের মধ্যে অন্তর সবার ছোট। রবিবার (১৪ এপ্রিল) রাতে বাতাবাড়ীয়া গ্রামে ওই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এর আগে সন্ধ্যায় অন্তর চন্দ্র সরকার বিষাক্ত ট্যাবলেট (কেরির ট্যাবলেট) খায় বলে স্থানীয়রা ধারনা করেন। ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. ছাদেক মিয়াজী জানান, ছেলেটির পরিবার অত্যন্ত দরিদ্র। বাবার সাথে ছেলেটিও কাঠ মিস্ত্রীর কাজ করতো। বৈশাখী মেলায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলো। কিন্তু অভাবের সংসারে দু বেলা দু মুঠো ভাত জুটানোই দায় সেখানে মেলায় যাওয়ার জন্য টাকা তার বাবা দিতে পারেনি। অভিমানে ছেলেটি আত্মহত্যা করে। বিষাক্ত ট্যাবলেট খাওয়ার পর পরিবারের সদস্যরা রবিবার সন্ধ্যায় তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার সময় দাউদকান্দি এলাকায় পথিমধ্যে তার মৃত্যু হয়। এব্যাপরে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, এমন কোন মৃত্যুর বিষয়ে আমার জানা নেই।

  • কুমিল্লা