কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৪ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য ও মালামাল জব্দ

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ লাখ ৬৩ হাজার ৯৮০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাই পথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, সালদানদী, বুড়িচং উপজেলার শংকুচাইল, খারেরা বড়জ্বালা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এবং কসবা উপজেলার কাজিয়াতলী, চন্ডিদার ও মাদলা বিওপি বিজিবি সদস্যরা গত সোমবার ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার ২১ জানুয়ারি পর্যন্ত পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির উল্লেখিত অভিযানে ভারতীয় বাসমতি চাউল ৬২০ কেজি, কসমেটিক্স সামগ্রী ১৪৪৭ পিস, কিসমিস ১০ কেজি, গরু ০১টি, চিনি ৬৯৭৫ কেজি, ফুচকা ১৯ প্যাকেট, বাঁজি ৫৬,০০০ পিস, গাঁজা ২৪ কেজি, ফেন্সিডিল ৩০ বোতল এবং ইস্কফ সিরাপ ২০২ বোতল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩৪ লাখ ৬৩ হাজার ৯৮০ টাকা। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া