এপেক্স ক্লাব অব কুমিল্লা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আদর্শ সদর উপজেলা ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে এপেক্স ক্লাব কুমিল্লার উদ্যোগে ও খান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় শতাধিক হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এল.জি.পি.এন.পি এড. সৈয়দ নুরুল রহমান এপে. অ্যাডভোকেট খোরশেদ আলম, এপে. সাংবাদিক শাহজাদা এমরান, এপে. এড. মাহমুদুল হাসান পাশা, এপে. শাহরিয়ার জামান, এপে. এডভোকেট মাহবুবুল হক(প্রেসিডেন্ট), এপে. জসিম উদ্দিন ভূঁইয়া (সেক্রেটারি), এপে, মাহফুজুর রহমান (জুনিয়ার ভাইস প্রেসিডেন্ট), এপে. রাজিব হোসেন (ট্রেজারার), এপে. সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, (মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্ট ডাইরেক্টর), এপে. নেপাল চন্দ্র দেবনাথ (ফ্লোর মেম্বার), এপে. মাহমুদুল হাসান মনির (ফেলোশিপ ডাইরেক্টর)।
এছাড়া খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান খান, রশিদ খান, আওয়াল খান, সভাপতি ফরহাদ আলম, সহ-সভাপতি অধ্যাপক শরীফ খান, মোঃ আফজাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাম খান আরফাত আলম খান, সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ মাসুক খান, সোহাগ খান, অর্থ সম্পাদক হান্নান খানসহ অর্থ সম্পাদক মো.জমির উদ্দিন খান, সদস্য হামিম খান, ইরমান খানসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এপেক্স ক্লাব অব কুমিল্লা পুরো শীতকাল জুড়ে অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

  • কুমিল্লা