আমি অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাব। সেবক হিসেবে সারাজীবন বুড়িচং – ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই, আপনারা আমাকে যে সম্মান করে ভালবেসে ভোট দিয়েছেন, তা আমি কখনো ভুলতে পারব না। আমি অসহায় বঞ্চিত লাঞ্চিত মানুষের সুখ দুঃখের ভার নিতে চাই, আমি সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।শাসক নয় সেবক হিসেবে সারাজীবন বুড়িচং – ব্রাহ্মণপাড়াবাসীর ভাগ্যেন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ। শুক্রবার বিকেলে ভারেল্লা ইউনিয়নের শিকারপুর মাদ্রাসা মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। অনুষ্ঠানে আলহাজ্ব সুলতান আহমদ এর সভাপতিত্বে ও আবদুল বারিক মাষ্টার ও নজরুল ইসলাম বাবুল এর সঞ্চালনা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, আবু ছায়েব বাপ্পি, শিকারপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, তাজুল ইসলাম আবাদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য জাহিদুল হাসান পলাশ, যুবলীগ নেতা গাজী মোঃ রনি, আবদুস সাত্তারসহ ভারেল্লা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ।