রাজাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মিজানুর রহমান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ মিজানুর রহমান। আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর উপলক্ষে চেয়ারম্যানের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিব মাসুদা আক্তার ও হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর এম জাবেদ মিয়া জানান- বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাস্টার চেয়ারম্যান পারিবারিক কারণে ৪৫ দিনের ছুটি নিয়ে লন্ডন যাচ্ছেন। লন্ডনে তার ছেলে বসবাস করছেন। তাই তিনি ২৬ জুলাই থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডন ছেলের নিকট অবস্থান করবেন। এ সময়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এম জাবেদ মিয়া, হাফেজ ক্বারী শেখ শাহজাহান সারওয়ার, ইউপি সদস্য যথাক্রমে মোঃ হুমায়ুন কবির ১. আবুল হোসেন, মোঃ হুমায়ুন কবির ২, আব্দুল ওহাব, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন, বাবুল, বেগ (মাহাবুব মিয়া), খাইরুল আলম বাবু, মোঃ এনামুল হক, মহিলা সদস্য আফরোজা পারভীন, পেয়ারা বেগম, হেলেনা বেগম, ফয়েজ আহমেদ খোকন, আব্দুস ছালাম রানা, জামাল হোসেন চৌধুরী, জালাল উদ্দীন, জামাল খান, সালাউদ্দিন খোকন, গাজী মাইনুদ্দিন, বাহার উদ্দিন, আবুল কালাম আজাদ, কাইয়ুম, রিপন, হাজী শিশু মিযা, আব্দুল হালিম, আজাদ খান ও মামুনুর রশীদ প্রমুখ।

  • বুড়িচং