ব্রাহ্মণপাড়ায় সমাজসেবক আব্দুল মালেকের দাফন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের পূর্বপাড়া আব্দুর রহিম সর্দারের পিতা মরহুম আব্দুল মালেক শনিবার সকাল সারে ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি…রাজিউজন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। শনিবার বিকাল ৫টায় ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হক ভূইয়া রুমি, যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক মেম্বার আব্দুল জলিল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলীম খান, হারুন অর রশিদ, দেলু মিয়া, শফিকুল ইসলামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া