ব্রাহ্মণপাড়ায় গ্রাহক সেবায় পল্লী বিদুৎ এর উঠান বৈঠক অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদুৎ” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শনিবার বিকেলে গ্রাহক সেবায় পল্লী বিদুৎ জোনাল অফিস ব্রাহ্মণপাড়ার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম আজহারুল ইসলাম আবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ড এর সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাদেক আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি ইসমাইল নয়ন, ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার, ওয়্যরিং পরিদর্শক মোঃ মানিক খান, তেতাভুমি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর ছিদ্দিকসহ অফিসের অন্যান্য সদস্য ও শশীদল এলাকার গ্রাহকবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া