কুমিল্লা সিলেট মহাসড়কে বুড়িচং উপজেলার দেবপুর বাজার সংলগ্ন মোটর সাইকেল দূর্ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক দুপুর ১২ টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর বাজার সংলগ্ন এলাকায় একটি কাভারভ্যান অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। তাৎক্ষণিক দূর্ঘটনাস্থলে যেয়ে দেখি ছেলেটির মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। তার কিছুক্ষণ পর ছেলেটি মারা যায়। মোটরসাইকেল দূঘটনায় নিহত যুবক ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাটশালা প্রামের মৌলভী বাড়ির মোঃ জমসেদ মিয়ার ছেলে মোঃ রাসেল (২৫)। এলাকাবাসী সুত্রে জানা যায়, রাসেল আনুমানিক ৫ মাস আগে বিয়ে করে। সে মুরাদনগর পাটনারে ঔষধের ব্যবসা করত। নিহত রাসেলের বাবা-মা ঢাকায় বসবাস করে। সে রামচন্দ্রপুর ভাড়া বাসায় থাকত। রাসেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।