ডা: মীর হোসেন ইউ এইচ এফ পিও ফোরামের জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু কুমিল্লা জেলা ইউএইচ এফপিও ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত ফোরামের ২০২৩ সালের নির্বাচনে কুমিল্লা জেলার ইউএইচ এফপিও ফোরামের সদস্যরা তাদের ভোটাধিকারের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে তাদের ভোট প্রদানের মাধ্যমে সকলকে নির্বাচিত করেন। জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: নিসর্গ মেরাজ চৌধুরীর তত্বাবধানে এবং ডা: মোঃ সরফরাজ হোসেন খান, তিতাস ও ডা: মোহাম্মদ আশরাফুর রহমান, সদর দক্ষিণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে কুমিল্লা ইউএইচএফপিও ফোরামের সভাপতি নির্বাচিত হন ডা: কামরুল হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা: মীর হোসেন মিঠু, বুড়িচং। ডা: মীর হোসেন মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

  • বুড়িচং