“জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন” ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অভাবনীয় সাফল্য

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। এ বছর কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে ৫৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১ জন ব্যাক্তিগত সমস্যার কারনে পরীক্ষা দিতে পারেনি। মোট জিপিএ- ৫ পেয়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। তিনি জানান, বিজ্ঞান বিভাগের ১৯৫ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ১৫৪ শিক্ষার্থীর মধ্যে ৭১ জন জিপিএ-৫ পেয়েছে, মানবিক বিভাগ থেকে ২১৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছেন ৫১ জন। কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা শিক্ষকরা সর্বাধিক তৎপর ছিলাম। তিনি আরও বলেন, গ্রাম থেকে পড়তে আসা শিক্ষার্থীদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু তাঁরা পরিশ্রম করে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। কলেজে পড়তে আসা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে তাঁরা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এছাড়া তিনি জানান, কলেজ থেকে ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে নাই। এইচএসসিতে আশানুরূপ ফল অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী ও শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান তিনি।

  • ব্রাহ্মণপাড়া