কুমিল্লায় নির্মাণ শ্রমিক হত্যায় একজনকে মৃত্যুদন্ড অপরজনকে যাবজ্জীবন কারাদন্ড

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মোঃ ইয়াছিন মিয়া (২৫) নামে এক নির্মান শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত। দন্ডপ্রাপ্ত দুজন আপন ভাই। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মোঃ শাহজাহান মিয়া (৩৭) ও যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত আসামি সেলিম মিয়া (৪৭) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া ফকিরমূড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। হত্যাকান্ডে শিকার মোঃ ইয়াছিন মিয়া একই এলাকার মোঃ শাহজাহান খাঁনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নিহত ইয়াছিন মিয়ার খালাতো ভাই আব্দুল হান্নানের স্ত্রী মোসাঃ জেসমিন আক্তার (৩৭) নিহতের বাড়ির সামনে একটি দোকান দিয়ে ব্যবসা করতো। অপর প্রতিবেশি অভিযুক্ত মোঃ শাহজাহান মিয়া ওই দোকানের সামনে বসে মাদক বিক্রি করতো। সে সুবাধে জেসমিন আক্তারের সাথে শাহজাহান মিয়ার সম্পকের সৃষ্টি হয়। মাদক বিক্রি ও পরকীয়া প্রেমের বাঁধা দেয় ইয়াছিন মিয়া। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয় তাদের।
এ নিয়ে বিরোধের জের ধরে ২০২০ সালের ১৮ মে রাত সোয়া ৯টায় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পথরোধ করে ইয়াছিন মিয়া ও তাঁর ভাই মোঃ মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শাহাজান ও তার ভাই সেলিম মিয়া। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মিয়াকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের বড়ভাই মোঃ মিজানুর রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত আলী মিয়ার তিন ছেলেসহ ৫ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার সাথে জড়িত না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র থেকে তিনজনকে বাদ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী পর্যালোচনা করে মোঃ শাহজাহান মিয়াকে মৃত্যুদন্ড এবং আসামি মোঃ সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত উভয় আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা