ব্রাহ্মণপাড়ায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার ২ দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের (শস্য) বীজ ও গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন কৃষি কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (সংস্থাপন ও উন্নয়ন) শাহনাজ রহমান, কুমিল্লা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) মোহাম্মদ বেলায়েত হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান।

  • ব্রাহ্মণপাড়া