কুমিল্লায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কুমিল্লা এর আয়োজনে উপপরিচালকের প্রশিক্ষণ হলে ১৪সেপ্টেম্বও সকালে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ডিএই কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ এর সভাপতিত্বে ডিএই কুমিল্লা জেলার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সিরাজউদ্দিন হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন, হর্টিকালচার সেন্টার কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন; কুমিল্লা জেলার বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ এহতেসাম রাসুলে হায়দার। সভায় অংশ গ্রহন করেন ডিএই, কুমিল্লার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রধানগণ ,বিএডিসি এর প্রধানগণ, কৃষি তথ্য সার্ভিস এর প্রতিনিধি,জনপ্রতিনিধিগণ, কৃষক প্রতিনিধিগণ ও এনজিও প্রতিনিধিগণ। আসন্ন মৌসুমে কাঙ্খিত ফসল উৎপাদনের উদ্দেশ্েয কৃষির অগ্রগতি সম্পর্কে এবং ফসলের নতুন জাত, আধুনিক চাষ পদ্ধতি, কৃষি যান্ত্রিকীকরণ, পরিচর্যা, ফসল সংগ্রহের সঠিক সময় ও সঠিত পদ্ধতিতে ফসল সংরক্ষণ বাস্তবায়ন করার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। বিশেষভাবে পরিবেশের ক্ষতি না করে এবং মাটির স্বাস্থ্য বজায় রেখে, জৈব সার ব্যবহার করে, জৈবিক পদ্ধতিতে ফসল উপাদনের জন্য কৃষকদের সুপরার্শ প্রদানের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। সভায় বক্তারা বলেন, প্রতি বছর বিদেশ থেকে বীজ আমদানী করার ফলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ব্যায় হয়। আমরা নিজেরাই বীজ উৎপাদনের ক্ষেত্রে যতœবান হলে দেশের আত্মসামাজিক উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। সে সাথে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও বিভিন্ন ফসলের বীজ রপ্তানী করা সম্ভব হবে।

  • কুমিল্লা