শুধুমাত্র ব্যবসায়ের কথা চিন্তা করলে হবে না – হাসেম খান এমপি

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। মানব সেবার ব্রত নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দিতে হবে। আশা করছি এই হাসপাতালটিতে সেবার মান বজায় রেখে যথাযথ চিকিৎসা দিয়ে জনগনের পাশে আস্থার নাম হয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজারে ইউনিটি হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শুধুমাত্র ব্যবসায়ের কথা চিন্তা করলে হবে না। সেবার মানও ভালো করতে হবে। অসহায়, গরীব, বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে আস্থা ও ভরসার প্রতিক হবে ইউনিটি হাসপাতাল। ইউনিটি হসপিটালের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ এর এমপি এডভোকেট আবুল হাসেম খান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজ এর নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ নওশের আলম। হসপিটালের নির্বাহী পরিচালক মোঃ মাজহারুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, শাহীন খান চেয়ারম্যান, ডাঃ ইয়ামিন ইসলাম তুহিন, ডাঃ আবুল বাশার আখন্দ, কাজী কামাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নির্বাহী পরিচালক হাজী মোঃ আবুল হাশেম, মোঃ ফিরোজ মিয়া, মোঃ বাদল হোসেন ও মোঃ ইমরুল হাসান।

  • ব্রাহ্মণপাড়া