ব্রাহ্মণপাড়ার ধান্যদৌল কেন্দ্রীয় মসজিদের মুসুল্লিরা বজলু বেপারীর অনৈতিক ব্যাবহারে অতিষ্ঠ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মুয়াজ্জিন ও মুসল্লীদের সাথে অসদাচরন করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত ফজর আলীর ছেলে বজলু মিয়া বেপারীর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা চলছে। এমনকি ধান্যদৌল কেন্দ্রীয় মসজিদের মুসল্লীরা বজলু মিয়ার খারাপ ব্যাবহারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এবিষয়ে মসজিদের মুসল্লীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক মুসল্লীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ধান্যদৌল গ্রামের মৃত ফজর আলীর ছেলে বজলু মিয়া বেপারী ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ে আসছেন। মসজিদে মাঝে মাঝে আযান দেন। তার আযান স্পষ্ট নয়। এ নিয়ে মসজিদের মুসল্লী ও কমিটির সদস্যরা তাকে আযান দিতে নিষেধ করলে তিনি তাদের উপর চড়াও হন। এমনকি ইমামের পেছনের জায়গায় অন্য কেউ বসলে তাকে জোর করে উঠিয়ে দেওয়া হয়। কেউ প্রতিবাদ করলে তার সাথে খারাপ ব্যাবহার করেন বজলু মিয়া। এরই ধারাবাহিকতায় গত (১১ মার্চ) মঙ্গলবার প্রথম তারাবি নামাজের সময় আজানকে কেন্দ্র করে তিনি মসজিদের কমিটি ও মুসল্লীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এমনকি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের সাথেও ঝগড়া করার পর্য্যায় চলে যান। এবিষয়ে জানতে চাইলে মসজিদের কয়েকজন মুসল্লী জানান, মসজিদে ইমাম, মুয়াজ্জিন থাকা অবস্থায় অন্য কেউ আযান দেওয়া কিসের দরকার। তারাবির নামাজের জন্য দুইজন হাফেজ নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে কেন বজলু মিয়া বেপারী আযান ও ইকামাত দিবে? তিনি মসজিদে ব্যাপক অত্যাচার চালাচ্ছেন। এমনকি মসজিদের ইমামের সাথেও খারাপ ব্যবহার করেন। আমরা মুসুল্লিরা তার কাছ থেকে মুক্তি চাই।

  • ব্রাহ্মণপাড়া