রাজকীয়ভাবে ঘোড়ার গাড়িতে সহকারী প্রধান শিক্ষককে বিদায় জানালেন সাবেক শিক্ষার্থীরা

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

চাকরি জীবনের শেষ দিনে সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসাইনকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার(২৩ ফেব্রæয়ারী) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী নাগাইশ গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন ও অফিস সহায়ক শহীদুর রহমানকে এভাবে বিদায় জানাতে দেখা যায়। অবসরে যাওয়া মোঃ মোশাররফ হোসাইন চট্টগ্রাম সন্দীপে হরিশপুর এলাকার বাসিন্দা। তিনি জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। একই সাথে অবসরে যাওয়া শহীদুর রহমান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন নাগাইশ গ্রামের বাসিন্দা। তিনিও এই বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হুসেনের সভাপতিত্বে মুহাম্মদ মাহবুব হাসান ও আসাদুর রহমানের যৌর্থ পরিচালনার মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৯৬ ব্যাচ থেকে শুরু করে ২০২৩ ব্যাচের একজন করে শিক্ষার্থী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন। জানা যায়, ০১-০১-১৯৯২ সালে তিনি এই বিদ্যালয়ে যোগদান করেছেন। ৩১ অক্টোবর ২০২৩ ইং তারিখে তার কর্মজীবন শেষ হয়। তিনি দীর্ঘদিন যাবৎ তার পরিবারসহ নাগাইশ গ্রামে বসবাস করেছেন।

  • ব্রাহ্মণপাড়া