বুড়িচংয়ে পৈতৃক সম্পত্তিতে ঘর করতে বাঁধা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা বুড়িচং উপজেলার ভরসার বাজারে পৈতৃক সম্পত্তিতে ঘর করতে বাঁধা প্রদান করছে এবং জোর পূর্বক দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী এক পরিবার। গতকাল ১৭ জানুয়ারি দুপুরে সরেজমিনে গিয়ে এবং অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভরসার বাজারে রাস্তার পাশে ডোবা ভরাট করে পৈতৃক সম্পত্তিতে ঘর করে মো. আব্দুল কাদেরসহ তিন ভাই। সেখানে ঘর করতে বাঁধা প্রদান করছে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু ও তার ভাই জাকির হোসেন, নাজমুল হাসান। সেখানে কিছু ইট রেখে জোরপূর্বক দখলের পায়তারা করে মিঠু ও তার ভাইয়েরা। এ নিয়ে আব্দুল কাদেরের ভাই জাকির হোসেন ও আমির হোসেনের উপর হামলা করে বলে অভিযোগ করে ভোক্তভোগী পরিবার। আব্দুল কাদের বলেন, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। ডা. মিঠু সরকারি কর্মকর্তা তাই প্রশাসনকে হাত করে এ জায়গা জোর করে দখল করতে চায়। তারা আমার ভাইয়ের উপরে হামলাও করেছে। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে আসছে। আমাদের আসল কাগজপত্র থাকার সত্যেও তারা জোর করে এ জায়গা দখল করতে চায়। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। জাকির হোসেন বলেন, এ জায়গা আমাদের খরিদকৃত জায়গা। তারা জোর করে আমাদের জায়গায় ঘর করছে। আমাদের কাছে আসল কাগজপত্র আছে। তাদের কাছে যদি আসল কাগজ থাকে তাহলে সামাজিক ভাবে বসতে বলেন। তারা সামাজিক রায় মানে না তারা জোর করেই এখানে ঘর করবে। ডা.মীর হোসেন মিঠু বলেন, এটা সামাজিক ভাবে বসে শেষ করার কথা কিন্তু তারা সেই সময়টা না দিয়ে পাগল হয়ে গেছে। আমাদের কাছে আসল কাগজপত্র আছে আমি ইউএনও স্যারের সাথে কথা বলেছি। তাদের কাছে যদি আসল কাগজপত্র থাকে তাহলে বসতে বলেন। ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, এটা সামাজিক ভাবে বসার সিদ্ধান্ত এখনো হয় নাই। দুই পক্ষ নিয়ে বসলে বলা যাবে কার কাগজ আসল আর কারটা নকল। এটার জন্য সময় দিতে হবে। বুড়িচং থানার এস আই রাকিবুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করেছি। জায়গা সম্পত্তির বিষয় আদালত ফায়সালা দিবে।

  • বুড়িচং