গতকাল ৩ ফেব্রæয়ারী শনিবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বৃহত্তর কুমিল্লা কারী সোসাইটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর কুমিল্লা কারী সোসাইটির সভাপতি প্রভাষক মাওলানা মোঃ রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে কাউন্সিল অধিপেশনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লতিফি হ্যান্ডস বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারী মাওলানা গোফরান আহম্মদ চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামিজে ইসলামীয়ার কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান ফরহাদ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সহকারী মাওলানা মোঃ জসিম উদ্দিন, লতিফি হ্যান্ডস বাংলাদেশ এর অফিস ইনচার্জ মাওলানা রুমান আহম্মদ। মাওলানা মোঃ জসিম উদ্দিন ও মাওলানা মোঃ ফেরদাউসের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন বুড়িচং দরবার শরীফের পীর আলহাজ¦ শাহ মোঃ আবদুল জব্বার, ক্বারী আবদুর রাজ্জাক,মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল মান্নান আনসারী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মাহফুজুর রহমান ভুইয়া, মাওলানা মুফতি মানজুর হোসাইন, মাওলানা ফারুক আহম্মদ, মাওলানা সফিউল আলম, মাওলানা আফজল হোসেন, মাওলানা আবদুল জলিল, মাওলানা মোস্তাফিজুর রহমান। সার্বিক তত্তাবধানে ছিলেন বৃহত্তর কুমিল্লা কারী সোসাইটির সেক্রেটারী এবং দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলাম এবং আবাসিক ইনচার্জ মাওলানা মোঃ মেহেদী হাসান।