“৭ টি আওয়ামীলীগ ৪ টি স্বতন্ত্র” কুমিল্লার ১১টি আসনের কোন প্রার্থী কতো ভোট পেলেন

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। জেলার ১১টি সংসদীয় আসনে বিভিন্ন দল থেকে স্বতন্ত্র হিসেবে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। রোববার অনুষ্ঠিত ভোট শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১১টি আসনের ৭টিতে আওয়ামী লীগ এবং ৪টি স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ঘোষণা করা ফলাফল থেকে জানা যায়, কুমিল্লা-১ আসনে মো: আবদুস সবুর (নৌকা) ১১৩৯০৭, নাঈম হাসান (ঈগল) ১৬৫৮০, বড়–য়া মনোজিত ধীমন (মশাল) ১৭৫, মাও: মো: নাছির উদ্দিন (মিনার) ৩৮৫, মোহাম্মদ আমির হোসেন (লাঙ্গল) ১০৫০, মো: জসিম উদ্দিন ভূইয়া (ছড়ি) ১০৮, মো: জাকির হোসেন (ফুলের মালা) ৯৯ ও সুলতান জিসান উদ্দিন (সোনালী আঁশ) ১৬৯। কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ (নৌকা) ৪২৪৫৩, মো: আবদুল মজিদ (ট্রাক) ৪৪৪১৪, মো: শফিকুল আলম (ঈগল) ২০৮৯৯, আবদুছ ছালাম (একতারা) ১৬৭, আব্দুস সালাম (মোমবাতি) ২৯৮, এটিএম মঞ্জুরুল ইসলাম (লাঙ্গল) ৪৪১, মাওলানা সুলতান মহিউদ্দিন (বটগাছ) ২২২, মো: আলতাফ হোসাইন (মিনার) ৯৪৪, মো: মাঈনুদ্দিন সোনালী (আঁশ) ১৪৩ ও সিরাজুল টম সুডেন (ছড়ি) ১০৬। কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন (নৌকা) ৭২০১৪, জাহাঙ্গীর আলম (ঈগল) ৮৩৯৭১, ফোরকান উদ্দিন আহাম্মদ (কুঁড়ে ঘর) ৪৯৫, বসির আহম্মদ (গামছা) ৭১, বেনজির আলম অনন (গোলাপ ফুল) ২৫১, মনিরুজ্জামান (ফুলের মালা) ১৪৩, মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী (মাছ) ৯৪, মো: আমিনুল ইসলাম (ডাব) ৩৪২, মো: আলমগীর হোসেন (লাঙ্গল) ৮৮৯, মো: বাছির মিয়া (ছড়ি) ৮৮ ও মো: সাজ্জাদুল হোসাইন (চেয়ার) ১৩০। কুমিল্লা-৪ আসনে রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা) ৮১২৫৭, মো: আবুল কালাম আজাদ (ঈগল) ৯৬৮০৭, মোহাম্মদ ইউসুফ (লাঙ্গল) ১০৪৮, মোহাম্মদ শফিউল বাদশা (একতারা) ১১৭, মো: আজহারুল করিম মুন্সী (ফুলের মালা) ১০৯, মো: আলাউদ্দিন (মাছ) ৫৪, মো: ইকরাম হোসেন (আম) ২৮১, মো: নাছির আল মামুন (হাতঘড়ি) ৫৬, মো: মাহবুবুল আলম (সোনালী আঁশ) ১৬০, রফিকুল্লাহ সাদী (মিনার) ৫৩৩, শাহেরা বেগম (টেলিভিশন) ৮৩ ও শিমুল হোসেন (চেয়ার) ২৯০ ভোট। কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান (নৌকা) ২২৩১৫, এম এ জাহের (কেটলি) ৬৫৮১০, সাজ্জাদ হোসেন (ফুলকপি) ৬১৫২২, আলীমুল ইহছান (উদীয়মান সূর্য) ৪১৯, এহতেশামুল হাসান ভূইয়া (ট্রাক) ১১০৭৩, মুহাম্মদ খাজা বাকী বিল্লাহ (একতারা) ১৪২৭, মোা: জাহাঙ্গীর আলম (লাঙ্গল) ৩২০, মো: জাহাঙ্গীর খান চৌধুরী (কাঁচি) ৭৩, ও শওকত মাহমুদ (৬৯৮০)। কুমিল্লা-৬ আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার (নৌকা) ১৩২২১০ ভোট, আঞ্জুম সুলতানা (ঈগল) ৪৪৯৬৬ ভোট, এয়ার আহমেদ সেলিম (লাঙ্গল) ১৮২৭, মোহাম্মদ আব্দুল মজিদ (একতারা) ৬২৭ ও মো: আবুল হোসেন মজুমদার (গোলাপ ফুল) ৭১৬ ভোট পেয়েছেন। কুমিল্লা-৭ আসনে প্রাণ গোপাল দত্ত (নৌকা) ১৭৩৬৭৬, মো: মুনতাকিম আশরাফ (ঈগল) ১১৬৬৮, তোফায়েল হোসাইন (গামছা) ১৪৩৪, মো: এমদাদুল হক (মাছ) ৫৭০, মো: লুৎফুর রেজা (লাঙ্গল) ২১৭৮, মো: সহিদুল্লাহ (একতারা) ১১৯৮ ও সালাম মিয়া (ডাব) ৭৫২। কুমিল্লা-৮ আসনে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন (নৌকা) ২০০৭২৭, আবুল ফারাহ মো: আ: আজিজ (বটগাছ) ৯২৩, এইচএম এম ইরফান (লাঙ্গল) ৩৭২১, নুরুল ইসলাম মিলন (ঈগল) ৭১১, মোজাম্মেল হক বশির (একতারা) ২৫০৬, মো: আহসান উল্লাহ (হাতুড়ী) ৮০০, মো: দুলাল মিয়া (মাছ) ১০০৮, মো: মফিজ উদ্দিন আহমেদ (মিনার) ৬০৮, মো: মাসউদুল আলম (মোমবাতি) ২৭৫৬, মো: হান্নান মিয়া (ডাব) ৯৫১ ও শরীফুল ইসলাম (গোলাপ ফুল) ৩৪১১। কুমিল্লা-৯ আসনে মো: তাজুল ইসলাম (নৌকা) ২৩৩৯৪৬, মনিরুল আনোয়ার (মশাল) ১৫৭৫, মো: আবু বকর ছিদ্দিক (চেয়ার) ৮২৬০, মো: গোলাম মোস্তফা কামাল (লাঙ্গল) ৬১৫৯, মো: জসিম উদ্দিন (গামছা) ৩১৪৬, মো: মোয়াজ্জেম হোসেন (মোমবাতি) ২৮২৭, মো: হাছান মিয়া (নোঙ্গর) ৬৩০ ভোট। কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল (নৌকা) ২৩২৬৯৯, এম অহিদুর রহমান (একতারা) ২২৫৭, মিসেস জোনাকী হুমায়ুন (লাঙ্গল) ৮৫৪৮, মোহাম্মদ কামরুজ্জামান (ডাব) ২৬০৯ ও মো: শহীদুল ইসলাম ভূঁইয়া (উদীয়মান সূর্য) ১১১৪। কুমিল্লা-১১ আসনে মো: মুজিবুল হক (নৌকা) ১৮১৬৭৪, মো: মিজানুর রহমান (ফুলকপি) ২২৭০০, মো: মোস্তফা কামাল (লাঙ্গল) ২২৯৮, আবদুর রহমান জাহাঙ্গীর (উদীয়মান সূর্য) ২৯২, জসিম উদ্দিন (টেলিভিশন) ১৫২, মো: ইলিয়াছ মজুমদার (সোনালী আঁশ) ৩৮৮, মো: খোরশেদ আলম (মিনার) ৯৯০, মো: নিজাম উদ্দিন (ঈগল) ১৪১২ ভোট।

  • কুমিল্লা