‘১১৯টি মামলায় ১৪৩জন আসামী আটক’ ব্রাহ্মণপাড়ায় ছয় মাসে ৭০৬ কেজি গাঁজা ১৮২৫ পিচ ইয়াবা ৬৪ বোতল বিদেশী মদ ১১৪ বোতল স্কাপ ৩০ বোতল বিয়ার উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেশি থাকে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এর দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে মাদক উদ্ধার করা হয়। মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন ভিত্তিক আলোচনা সভার কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণকে মাদকের কূফল সর্ম্পকে অবহিত করা হয়। মাদক মুক্ত ব্রাহ্মণপাড়া গড়ার লক্ষ্য নিয়ে গত ৬ মাসে ৭০৬ কেজি গাঁজা, ১৮২৫ পিচ ইয়াবা, ৬৪ বোতল বিদেশী মদ, ১১৪ বোতল স্কাপ, ৩০ বোতল বিয়ার ও ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এবং ১১৯টি মামলায় ১৪৩জন আসামীকে আটক করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ২০২৩ইং সালের জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ৭০৬ কেজি গাঁজা, ১৮২৫ পিচ ইয়াবা, ৬৪ বোতল বিদেশী মদ, ১১৪ বোতল স্কাপ, ৩০ বোতল বিয়ার ও ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে এবং ১১৯টি মামলায় ১৪৩ জন আসামীকে আটক করেছে। জানুয়ারী মাসে ২১টি মামলায় ৩০জনকে আটক এবং ১২১ কেজি গাঁজা, ৬শত পিচ ইয়াবা ট্যাবলেট, বিদেশী মদ ১০ বোতল উদ্ধার করেছে পুলিশ। ফেব্রæয়ারী মাসে ২০টি মামলায় ৫২ জনকে আটক করেছে এবং ৮৯ কেজি গাঁজা, ৫শত পিচ ইয়াবা ট্যাবলেট, ৮৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে । মার্চ মাসে ২১টি মামলায় ২৪ জনকে আটক করেছে এবং ২০৫ কেজি গাঁজা, ২৪ বোতল স্কাপ সিরাপ, ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এপ্রিল মাসে ১৫টি মামলায় ১৯ জনকে আটক করেছে এবং ৫৬ কেজি গাঁজা, ১৮০পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৭ বোতল বিদেশী মদ, ৩০ বোতল বিয়ার উদ্ধার করেছে। মে মাসে ২৪টি মামলায় ২৬ জনকে আটক করেছে এবং ১১২কেজি গাঁজা, ২৯৫পিচ ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল বিদেশী মদ, ১০ পিচ স্কাপ সিরাপ, ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। জুন মাসে ১৮টি মামলায় ১৯ জনকে আটক করেছে এবং ১২৩ কেজি গাঁজা, ২শত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮০ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করেছে। ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনর্চাজ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া