মেয়াদোত্তীর্ণ ও মানহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে ব্রাহ্মণপাড়ায় জরিমানা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

শিশু খাদ্যের নামে বিষ বিক্রি করছে একশ্রেণির অসাধু ব্যাবসায়ী। অভিভাবকদের অসচেতনতা আর ব্যবসায়ীদের অসাধুতায় ভবিষ্যত প্রজন্মকে ঠেলে দেয়া হচ্ছে হুমকির মুখে। বৃহস্পতিবার দুপুরে সাহেবাবাদ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট স.ম আজহারুল ইসলাম অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও মানহীন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেনেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা সহ পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ অপরাধ চলমান থাকলে ভবিষ্যতে এ ধরণের প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। এছাড়া সাহেবাবাদ বাজারে পেয়াজ-আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

  • ব্রাহ্মণপাড়া