মুরাদনগরে ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সবুজ মেম্বার উপর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসি। বুধবার দুপুরে চন্দনাইল বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন ,সজীবের নেতৃত্বে গতকাল সকালে সবুজ মেম্বারের ওপর অতর্কিত হামলা হয় এতে সবুজ মেম্বার গুরুতর আহত হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করলে রাতে সন্ত্রাসীরা নামাজরত অবস্থায় চন্দনাইল বাজার মসজিদে ককটেল ফুটিয়ে হামলা চালিয়ে সবুজ মিয়া মেম্বারের ঢাঢাত ভাই ও মসজিদের তিন মুসল্লিকে নামাজরত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা ককটেল ফুটিয়ে ভীতি সঞ্চার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেন। মসজিদের বাইরের লোকজন ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে এবং মসজিদের মুসল্লীরা মসজিদের গেট তালা দিয়ে নামাজ আদায় করেন।

  • মুরাদনগর