বিশ্বের দরবারে আমাদের প্রিয় মাতৃভূমি মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে। উন্নত বাংলাদেশ গঠনে সবার সামনের বাঁধা হল মাদক। গুটি কয়েক মাদক সেবী এবং মাদক ব্যবসায়ির জন্য আমরা পিছিয়ে পড়তে পারিনা। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য চাই মাদক মুক্ত সমাজ। মাদকের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। তারা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয় । দেশের স্বার্থে আসুন ভাষার মাসে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ি। গত ২৪ ফেব্রæয়ারি শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ভাষা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং মাদক বিরোধী সমাবেশে কুমিল্লা জেলার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান সভাপতি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন। উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশ এবং ভাষা প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসেনের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি। কলেজের প্রভাষক খলিলুর রহমান শুভ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেক্টর সদর দপ্তর কুমিল্লা (বিজিবি) এর সেক্টর কমান্ডার কর্ণেল মোহম্মদ শরিফুল ইসলাম মেরাজ, সিভিল সার্জন কুমিল্লা ডাঃ নাছিমা আক্তার, কুমিল্লা জেলা পুলিশ আবদুল মান্নান বিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ কাউছার হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ ইদ্রিম মিয়া মাস্টার, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের দাতা সদস্য আবু তৈয়ব অপিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বিভিন্ন স্কুল, কলেজের প্রধান, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।