মাদক ইভটিজিং বাল্যবিবাহ সন্ত্রাসবাদ প্রতিরোধ জনসচেতনতামূলক সমাবেশ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

গতকাল মঙ্গলবার (৬ ফ্রেবুয়ারী) দুপুরে কুমিল্লার মুরাদনগরে মাদক ইভটিজিং বাল্যবিবাহ সন্ত্রাসবাদ প্রতিরোধ জনসচেতনতামূলক সমাবেশ পান্ডুঘর সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পান্ডুঘর হাসিনা খানম ফাউন্ডেশনের সভাপতি গোলাম হাবিব সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (বিপিএম,বার) আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (বি-সার্কেল-মুরাদনগর, তিতাস ও বাঙ্গরা বাজার থানা) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম,বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সফিউল আলম, পান্ডুঘর সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, বিদ্যালয়ের দাতা সদস্য শিরাজুল উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (বিপিএম বার) আবদুল মান্নান বলেন, বাল্যবিবাহ কারণে কুমিল্লা জেলা প্রতি মাসে ৩৫ জন মহিলা মানসিক যন্ত্রনায় আত্মহত্যা করছে। যাদের অধিকাংশ বিবাহিত মহিলা এবং স্বামী থাকে বিদেশে। বাল্যবিবাহ দেওয়ার কারণে এই আত্মহত্যার জন্য মা বাবাই বেশি দায়ি থাকে। অল্প বয়সে মেয়েকে বিদেশী ছেলের কাছে বিয়ে দিয়েছে। স্বামী বিদেশ থাকার কারণে তার উপর দিনে পর দিন অত্যাচার বাড়িয়ে দিয়েছে শশুর শাশুড়ী, ননদ ও দেবর। স্বামী খবর রাখে নাই। বাল্যবিবাহ যেন না হয় সে ব্যাপারে বাবা মা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মা’দেরকে খেয়াল রাখতে হবে সন্তান সকালে স্কুলে গেল কি না। বিকেলে কয়টায় স্কুল থেকে বাড়ি ফিরে আসলো। কার কার সাথে মিশে সে দিকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে মটরসাইকেল কিনে দিবেন না। মাদকসেবী ও মাদক ব্যাবসায়ীকে স্কুল, মাদ্রাসার, কলেজ, মসজিদ কমিটিতে সদস্য বানাবেন না। মাদক সেবীদেরকে সামাজিক ভাবে বয়কোট করেন।

  • কুমিল্লা