ভালো ফলন ও দামে খুশি ব্রাহ্মণপাড়ার শিম চাষিরা

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিমের ফলন ভালো হয়েছে। এ বছর বাজারেও শিমের ভালো দাম পাওয়ায় খুশি শিম চাষিরা। গত বছরের তুলনায় এ মৌসুমে এই উপজেলায় বেড়েছে শিম চাষ। ফলে উপজেলায় শিম উৎপাদনে খুলেছে সম্ভাবনার দুয়ার এমনটাই মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর শিমের ফলন ভালো হয়েছে। বাজারে শিমের দাম ভালো থাকায় খুশি কৃষক। গত বছরের তুলনায় এ বছর এই উপজেলায় বেড়েছে শিমের আবাদ। শিম চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে বøকভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছে কৃষি বিভাগ। এ বছর শিমের ভালো ফলনে আগামী বছর আরও বাড়বে শিম চাষ। এতে এই উপজেলার জনগোষ্ঠীর সবজির চাহিদা পূরণে শিম উৎপাদন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। সরেজমিনে উপজেলার মালাপাড়া,শিদলাই ও চান্দলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষি অফিসের সহায়তায় উপজেলার প্রান্তিক কৃষকরা বিষমুক্ত নিরাপদ শিমের চাষ করেছেন। পতিত জমি ও বিভিন্ন জলাশয়ের পাড়ের দু’পাশে এসব শিমের আবাদ করেছেন কৃষকরা। ঘন সবুজ পাতার মধ্যে শিমের হালকা সাদা ও রঙিন শিষ আর পাতার ফাঁকে ফাঁকে শিমের থোকা ধরে আছে। কৃষকরা শিম পাড়ছেন আর কৃষকদের কাছ থেকে এসব শিম পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। এসব শিম চাষিদের মধ্যে তরুণ উদ্যোক্তাও রয়েছেন। উপজেলার শিদলাই এলাকার তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম জানান, তিনি পড়াশোনার পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসেবে কৃষিতে সম্পৃক্ত রয়েছেন। এ বছর তিনি ৪ শতক জমিতে শিম আবাদ করেছেন। কম শ্রমে ভালো ফলন ও বাজারে শিমের দাম ভালো পাওয়ায় তিনি লাভবান হয়েছেন। শিম চাষি উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর এলাকার বাসিন্দা মো. হোসেন বলেন, এ বছর আমি আমার পুকুরের পাড়ে বাঁশের কঞ্চি ও গাছের ডালা দিয়ে মাচা তৈরি করে শিম আবাদ করেছি। ভালো বাজার দর পাওয়ায় শিম আবাদ করে লাভবান হয়েছি। আগামী বছর আরও বেশি জায়গায় শিম আবাদ করার পরিকল্পনা আছে। পাইকারি ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, এলাকায় ঘুরে ঘুরে কৃষকদের কাছ থেকে শিম কিনি। এসব শিম খুচরা ব্যাবসায়ীদের কাছে বিক্রি করি। শিমের বাজারদর ভালো থাকায় আমার এ বছর ভালোই লাভ হয়েছে। কৃষকদের কাছ থেকে ঘুরে ঘুরে শিম কিনলে লাভ হয় বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, শিম একটি উচ্চমূল্যের সবজি। এটি অত্যন্ত পুষ্টিকর সবজিও বটে। বাজারে শিমের মূল্য সারাবছরই ভালো থাকে। অন্যান্য সবজির তুলনায় শিম চাষে শ্রম এবং খরচ কম প্রয়োজন হয়। খরচের তুলনায় বেশি লাভ পাওয়া যায়। মাঠের পাশাপাশি বসতবাড়ির পতিত জায়গায়, রাস্তার পাশে, পুকুরের পাড়ে মাচা পদ্ধতিতে, বাড়ির ছাদে টবে ইত্যাদি জায়গায় শিম চাষ করা যায়। শিমে পোকামাকড় ও রোগ -জীবানুর আক্রমণ তুলনামূলক কম হয়। রাসায়নিক সার ছাড়াই সম্পুর্ণ জৈবিক পদ্ধতিতে সহজেই শিম চাষ করা সম্ভব। বারোমাস চাষ করা যায় এরকম জাতও উদ্ভাবন হয়েছে। তিনি আরও বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকগণ আস্তে আস্তে শিম চাষের দিকে ঝুঁকছে। এর ফলে আমাদের অনেক অনাবাদি জমি আবাদি জমিতে রূপান্তরিত হচ্ছে। উপজেলা কৃষি অফিস ব্রাহ্মণপাড়ায় শিম চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে বøকভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছে। জাত নির্বাচন শিম চাষে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি।

  • ব্রাহ্মণপাড়া