ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণপাড়ায় ত্রি’মুখী এবং বুড়িচংয়ে দ্বি’মুখী লড়াই হবে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৯ মে ব্রাহ্মণপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ব্রাহ্মণপাড়ায় ৬জন প্রার্থী রয়েছেন। উপজেলার বিভিন্ন অঞ্চলের ভোটারদের দাবী মতে মধূমতি হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, মূসা ইলেক্ট্রনিক্সের মালিক আবু মুসা ও মোঃ অপুর মধ্যে ত্রিমুখি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রচারণ প্রচারণায় থেমে নেই অপর ৩ প্রার্থী মাসুক সরকার, মোহাম্মদ আক্রামূল ইসলাম ও সৈয়দ মেহেদী হাসান। নাজমুল হাসান শরীফ চশমা, আবু মুসা টিয়া পাখি, মোঃ অপু তালা, মোহাম্মদ আক্রামুল ইসলাম টিউবওয়েল, মাসুক সরকার বই এবং সৈয়দ মেহেদী হাসান মাইক প্রতিক নিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। অপর দিকে বুড়িচং উপজেলায় ৪জন প্রার্থীর মধ্যে দ্বিমুখি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের বুড়িচং উপজেলা শাখার সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন ও ইঞ্জিনিয়ার আলা উদ্দিন আল আজাদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ জসীম উদ্দিন বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা ব্যাপক পরিচিতি রয়েছে। তাছাড়া ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে বুড়িচং উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের তার কর্মী ও সমর্থক রয়েছে। ইঞ্জিনিয়ার আলা উদ্দিন আল আজাদ গোমতী নদীর পশ্চিম পাড়ের ৪ ইউনিয়নের মধ্যে একক প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সে এগিয়ে রয়েছে। তবে যদি গোমতী নদীর পশ্চিম পাশের ভোটাররা মনে করে তাদের এলাকার প্রার্থীকে ভোট প্রদান করবে তাহলে ইঞ্জিনিয়ার আলা উদ্দিন আল আজাদ নির্বাচিত হবে। কিন্ত সাবেক ছাত্র নেতা হিসেবে জসিম উদ্দিনের ব্যাপক পরিচিতির কাছে ইঞ্জিনিয়ার আলা উদ্দিন আল আজাদ কতটুকু হালে পানি পাবে সেটাই মূল বিবেচ্য বিষয়। অপর দুই প্রার্থীর মধ্যে মেজবাউল হক চৌধূরী আসিফ নিজ গ্রাম জগতপুরের ঐক্যতা নিয়ে বাপ দাদার পরিচয়ে বহন করে ভোটারদের নিকট ভোট প্রার্থণা করছেন। তারপরে থেমে নেই তার শুভাকাঙ্খি ও সমর্থকদের প্রচার প্রচারণা। সুষ্ঠ ভোট হলে তিনিও জয়ী হওয়ার আশা প্রকাশ করছেন। রকিবুল ইসলাম লিটন তালকুদার হাইকোটের আদেশ নিয়ে বেলা শেষে প্রচার প্রচারণার মাঠে নেমেছেন। শেষ বেলায় তিনি কতটুকু নিজেকে ভোটারদের নিকট উপস্থাপন করতে পারবেন। তবে মাঠ জরিপে জসিম উদ্দিন জসিম এগিয়ে রয়েছে তার জয়ের পথের কাটা হিসেবে ইঞ্জিনিয়ার আলা উদ্দিন আল আজাদ রয়েছে ভোটের মাঠে। সর্বশেষ এই ২জন প্রার্থীর মধ্যেই জয় পরাজয়ের হিসাব নিকাশ নিহিত রয়েছে। পুরুষ ভাইস চেয়ারম্যানদের মধ্যে গোমতীর পশ্চিম পাড়ে ১ জন প্রার্থী রয়েছেন এবং গোমতীর পূর্ব পাড়ে ২ জন প্রার্থী রয়েছেন। গোমতীর পশ্চিম পাড়ের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আলাউদ্দিন উড়োজাহাজ প্রতিক বরাদ্ধ পেয়েছেন এবং গোমতী নদীর পূর্ব পাড়ের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন মাইক প্রতিক বরাদ্ধ পেয়েছেন এবং মেজবাউল হক চৌধূরী আসিফ বই প্রতিক বরাদ্ধ পেয়েছেন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া