ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৫ দিন আগে

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোন উগ্রাবাদকে সমর্থন করে না। মানুষের কল্যাণে কাজ করতে চায় জামায়াত। গত ১৭ বছরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। সর্বশেষ ২৪ এর নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। আল্লাহর ইশারায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়। ছাত্রদের সাথে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের ভূমিকা ছিল অপরিহার্য। সুন্দর বাংলাদেশ বিনির্মানে ইসলামী সকল সংগঠনকে কাজ করতে চায় জামায়াত ইসলাম। বৃহস্পতিবার বিকালে উপজেলার গ্রাম বাংলা রিসোর্টে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য এড. ড. মোবারক হোসাইন। জামায়াত ইসলামীর ব্রাহ্মণপাড়া উপজেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা শুরা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াত ইসলাম এর সহ-সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ শাহজালাল, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমিরুল ইসলামসহ ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় বাংলাদেশ জামায়াতের আগামীর নির্বাচন এবং দেশ গড়ার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া